২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ। রোববার (২১ আগষ্ট) বিকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আবু তালেবের সঞ্চালনায় ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল'র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মাটিরাঙা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ফরাজী ও পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ দেশের গণতন্ত্র সম্পুর্ণ রুপে হত্যা করাই তাদের মুল উদ্দেশ্য ছিল, বিএনপি জামাতের মদদে ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। গ্রেনেড হামালার সাথে জড়িতদের বিচারের দাবিসহ বিএনপি-জামাতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ঔক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে আহবান জানান তিনি। মাটিরাঙ্গার শান্ত পরিবেশ কে অশান্ত করার চেষ্টা করলে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুুত আছে বলেও তিনি জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো: মোশারফ হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: হারুন মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত