আজ ১৪ অগাস্ট ২০২২ রবিবার, মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডাক্তার বাবুল রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বুধবার বেলা আনুমানিক ৪ টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের পশ্চিমপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে নাকোল হাইস্কুলের শিক্ষক জনাব আশরাফ হোসেন হুট্ সাংবাদিক ফেরদৌস রেজা ও মিরাজ আহমেদের উপর চড়াও হয়, এমনকি হত্যার হুমকি দেয়, কথার এক পর্যায়ে জনাব আশরাফ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্ম কর্তা হিসেবেও পরিচয় দেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় গত ১২ অগাস্ট একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ডাক্তার বাবুল রশিদ বলেন সাংবাদিকরা হলো জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যে ভাবেই হোক বর্তমানে সারাদেশে সাংবাদিকদের উপর যে চলমান অত্যাচার ও নির্যাতন চলছে এটি বন্ধ অবশ্যই করতে হবে, পাশাপাশি তিনি অভিযুক্ত আশরাফকে গ্রেফতারের জোর দাবি জানান। অনুষ্ঠানে সম্প্রতি সময়ে কুষ্টিয়া, লালমনিরহাট, রূপগঞ্জ ও মৌলভীবাজারের সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরা হয়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ্য আইনুল ইসলাম বলেন আগামী ৩ দিনের মধ্যে আসামি গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব আকরাম হোসেন ইকরাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন এম ফেরদৌস রেজা, মিজানুর রহমান রেন্টু, কৃস্না রায়, আলমগীর হোসেন সহ অনেকে। উপস্থিত ছিলেন মিরাজ আহমেদ, মেহেদী হাসান, সনৎ কুমার বিশ্বাস, ফারুক আহমেদ, বিপ্লব হোসেনসহ অনেকে।
এম/এস