• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় মা‌টিরাঙ্গায় সাংবাদিক হাসান আল মামুনের বিরু‌দ্ধে মানববন্ধন মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ

মাটিরাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:  / ৪৯০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে দলের যৌথ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন এর সঞ্চালনায় জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মো: আবুল কালাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী সহ আমন্ত্রিত নেতৃবৃন্দরা। সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে চির তরে মুছে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন।

দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান। তিনি বলেন, দলের মধ্যে নামধারী, মুখোশধারী কিছু বঙ্গবন্ধুর আদর্শের বুলি আওড়ানো ব্যক্তিরা ঘাপটি মেরে বসে আছে, তাদের সম্পর্কে সব সময় আমাদের সজাগ থাকতে হবে। তারা বঙ্গবন্ধুর মতো জননেত্রীকেও হত্যার ষড়যন্ত্রে আবারো মেতে উঠতে পারে মন্তব্য করতে সকলকে সচেতন থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ