• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন

বান্দরবানে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে হত্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ১০৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাঞ্চল্যকর ইমন বড়ুয়া হত্যা মামলার আসামীরা এখন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে মামলাটিকে রাজনৈতিক মামলা দাবি করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে।

সংবাদ সন্মেলনে এমন অভিযোগ করছে নিহতের পরিবার।

২৬ শে জানুয়ারি রোববার বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন নিহতের পরিবার। এসময় ছেলে হত্যার বিচার চেয়ে মা পুতুল রাণী বড়ুয়া কান্নায় ভেঙ্গে পড়েন।

 

লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ সালের ২৪ এপ্রিল ১৮ কানি ভূমি বিরোধকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মংজয় পাড়ায় আওয়ামী লীগের দোসর, সাবেক ইউপি চেয়ারম্যান দীপক বড়ুয়া, সমিরণ বড়ুয়া, বাবুল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া শিবু, রুপন বডুয়া, শাহজাহান, মোঃ করিম রেমিটেন্স যোদ্ধা ইমন বড়ুয়াকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর একই বছরের ২৫ এপ্রিল নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন নিহতের বোন ত্বান্নী বড়ুয়া।

মামলার তদন্তে আসামীদের বিরুদ্ধে ইমন বড়ুয়াকে হত্যার অভিযোগের সত্যতা পাওয়ায় আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল হয়। বর্তমানে বিজ্ঞ দায়রা জজ এর আদালত, বান্দরবান এ সাক্ষ্যের শেষ পর্যায়ে বিচারাধীন রয়েছে। এ যাবত মামলায় মোট ১২ জন সাক্ষী আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। উক্ত সাক্ষীরা আসামীদের বিরুদ্ধে কুপিয়ে ও গুরুতর আহত করে নৃশংসভাবে হত্যার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।

অত্যন্ত পরিতাপের বিষয় যে,মামলার শেষ পর্যায়ে এসে সম্পূর্ণ অনাকাংখিত ভাবে উক্ত আসামীরা মামলাটিকে রাজনৈতিক মামলা হিসেবে দাবী করে তা প্রশাসনের কাছে প্রত্যাহারের আবেদন করেছে। হত্যা মামলা কোনক্রমেই রাজনৈতিক মামলা নয়। আসামীরা সবাই দলীয় ভাবে আওয়ামী লীগের নেতা হলেও বর্তমানে নিজেদের বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত দাবী করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।

নিহতের মা পুতুল রাণী আরো বলেন, মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার করা হলে সত্য, ন্যায় ও মানবতা ভুলুষ্ঠিত হবে, হত্যাকান্ডের শিকার ও আমাদের পরিবার ন্যায় বিচার পাওয়া হতে বেআইনি ও নিষ্ঠুরভাবে বঞ্চিত হবে। মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায়।

নিহতের মা পুতুল রাণী বড়ুয়া, নিহতের বোন পুষণ বড়ুয়া, ভাই প্রিভেল বড়ুয়া ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ