বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে মহালছড়ি উপজেলা ফুটবল দলের পরাশক্তি মহালছড়ি বাজার একাদশ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় বাজারে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।
বাজার একাদশ দলের স্পন্সর হয়েছে মহালছড়ি ট্রাক মিনিট্রাক সমবায় সমিতি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার একাদশ দলের আহব্বায়ক রিপন দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব পলাশ ধর,ট্রাক মিনিট্রাক সমবায় সমিতির সভাপতি হাজী ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দলটির কোচ মোঃ কাউছারুল আলম প্রমুখ। জার্সি উন্মোচন অনুষ্টানে বাজারে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলটির কোচ বলেন ‘ ফুটবল শুধু একটি খেলা নয়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, একতা, শিষ্ঠাচার আর ক্রীড়া নেপূন্যের মিলবন্ধন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পাশাপাশি তাদেরকে প্রতিটি ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। সে লক্ষ্যে আমাদের বাজার একাদশ খেলা অংশ নিচ্ছে। আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি দলের বিজয়ে নেপথ্য শক্তি হিসেবে কাজ করে।
এসময় মোঃ নজরুল ইসলামকে বাজার একাদশ ফুটবল দলের ম্যানেজার হিসেবে নিযূক্ত করা হয়।