খাগড়াছড়ি : বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক। শান্তিপুর্নভাবে এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে চট্টগ্রামের
ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় পুজা মন্ডপসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনককালে তিনি এসব কথা বলেন।
ফটিকছড়ি কেন্দ্রীয় পুজা মন্ডপে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্ব মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষ বাংলাদেশের সকল মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, মেজর মাহির মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ ছাত্রবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।