• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ মাগুরার শ্রীপুরে মহিলা আওয়ামীলীগের সভাপতি পুলিশের হাতে গ্রেফতার বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী

নেত্রকোনা অকাল বন্যায় তলিয়ে গেছে ২৪ হাজার হেক্টর জমির ধান, ব্যাপক জনদুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি: / ৮২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

নেত্রকোনা প্রতিনিধি:

একটানা বৃষ্টি ও ঢলের পানিতে সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা,পুর্বধলার জারিয়া, সদর উপজেলাসহ বারহাট্টা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিকভাবে পানিতে ডুবে গেছে অন্তত পঞ্চাশটি গ্ৰাম।এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত লক্ষাধিক মানুষ। বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। গবাদিপশুর খাদ্য সংকট ও দেখা দিয়েছে।

জেলার প্রধান প্রধান নদীর পানি কমতে শুরু করেছে।সীমান্তবর্তী কলমাকান্দার উব্ধাখালী নদীর পানি বিপৎসীমার শূন্য দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।পুর্বধলার জারিয়া পয়েন্টে পানি বিপৎসীমার পনের সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।বারহাট্টা উপজেলার কংস নদীর পানি ও কমতে শুরু করেছে।কমছে মোহনগঞ্জ উপজেলার কংস নদীর পানি।

বন্যায় কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা,পুর্বধলা, কলমাকান্দা , দুর্গাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত।অথৈ পানিতে তলিয়ে যাওয়ায় মনেই হয় না এগুলো ধান ক্ষেত। স্থানীয় কৃষকরা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সরকারিভাবে আর্থিক সহযোগিতা ছাড়া কোন উপায়েই এ বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না বলে জানান তারা।

জেলার পাঁচটি উপজেলার গ্ৰামে তলিয়ে গেছে আমন ধান। ঘরে ঘরে চলছে কৃষকের ফসল হারানোর বেদনা। বিভিন্ন গ্ৰামের বানভাসি কৃষকরা জানান, তাদের আমন জমির ধান পানিতে তলিয়ে গেছে।অকালে এসময়ে এরকম বন্যা কখনো হয়নি বলে জানান তারা। সরকারি আর্থিক সহযোগিতা না পেলে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না তারা।

কৃষকরা বলেন, এভাবে এইসময়ে কোনদিন অকাল বন্যা হতে দেখেননি কখনো। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, তিনি ইতোমধ্যে বন্যা পীড়িত এলাকা পরিদর্শন করেছেন। অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধপত্র বিতরণ করেন। জেলার যে কোন এলাকার বন্যা পীড়িতের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সহযোগিতা প্রদান করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান বলেছেন, প্রধান প্রধান নদীর পানি কমতে শুরু করেছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার অন্তত পঁচিশ গ্ৰামের লক্ষাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ