স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার টেকনিক্যাল স্কুল শিক্ষক সোহেল রানা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা। এক প্রতিবাদ বার্তায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, অপরাধীকে আইনের আওতায় সোপর্দ না করে নিজের হাতে আইন তুলে নেওয়ার মাধ্যমে পাহাড়কে অশান্ত করার দ্বিতীয় ঘটনা কোনভাবেই কাম্য নয়। অতি দ্রুত হত্যায় অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
পাহাড়কে অশান্ত করা দেশী বিদেশি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি আরো বলেন, পাহাড়ের অধিবাসীদের মধ্যে সংঘাত সৃষ্টির জন্য দেশ এবং দেশের বাইরে একটি কুচক্রী মহল তৎপর রয়েছে। প্রশাসন তাদের দমনে সক্রিয় ভূমিকা পালন করবে এটিই পার্বত্যবাসীর প্রত্যাশা।
সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পাহাড়ের অধিবাসী সকল সাধারণ মানুষের প্রতি অনুরোধ- নিজেদের ঘর/ এলাকায় থাকুন। গুজবে কান দিয়ে অপ্রত্যাশিত কোন কিছুতে যুক্ত হবেন না।