আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
মহানবী হজরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে মোল্লাহাটে সমাবেস ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ সেপ্টম্বর দুপুরে মোল্লাহাট বাজার সংলগ্ন হারূন শিকদার মার্কেটের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করেন বাংলাদেশ খোলাফত মজলিস ও যুব মজলিস । প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ভারতে কোন সংখালঘু জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্টের মুসলিম জনতা।
এ ধরনের অন্যায় কোনভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে এবং কটুক্তিকারীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন অন্তবর্তীকালিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড: মো: ইউনুসের কাছে আমাদের বিষেশ অনুরোধ রাষ্টিয়ভাবে ভারতের বিরূদ্ধে প্রতিবাদ জানাতে হবে। মুসলমানের ঈমানের পরিক্ষা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু নবীর আপমান কোন ভাবে সয্য করা হবে না।
বাংলাদেশ খোলাফত মজলিসের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারখোলা কদমতলা মাদ্রাসার পরিচালক মাও:মো:কুরসি, বিষেশ অতিথির বক্তব্য রাখেন বি,এন,পির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের প্রেসিডেন্ট মো: হারুন আল রসিদ, উক্ত সভার সভাপত্তিত্ব করেন মো: আবুহুুরায়রা, সাধারন সম্পাদক আ: কাদের, সাংগঠনিক মো: সাইফুল ইসলাম প্রমুখ।