• শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে লামায় সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি হাতিয়ায় দ্বীপ কল্যান সমিতির গ্রাহকদের টাকা আত্মসাতের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত রামগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ মাটিরাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ কাপ্তাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ফেরদৌস আক্তার কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারী  শিক্ষিকা  মোসামৎ কামরুন নাহার বেগম কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  মহেশখালীতে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ নানিয়ারচরে কার্প জাতীয় মাছের মিশ্রচাষে রিফ্রেশার্স প্রশিক্ষণ কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মাহবুবে ইলাহী কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মুন্না দে কাপ্তাইয়ে সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঘাইহাট জোনের উদ্যোগে ৪শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ৮০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র প্রায় ৪ শতাধীক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাজেক ইউনিয়ন পরিষদের সামনে সাজেক ইউনিয়ন ও অন্যান্য স্থান হতে আসা হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে
৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসির নির্দেশনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ এএমসি এবং ক্যাপ্টেন শাহ-নেওয়াজ এএমসি।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ সকল জনকল্যাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন, উপকারভোগী সাধারণ জনগণ বলেন আমরা এই এলাকায় বসবাস করি আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য অনেক অসুবিধা পোহাতে হয়, সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।

জোন অধিনায়ক লে: কর্ণেল খায়রুল আমিন বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় সময় চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করে থাকি, সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ