আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস ব্রিফিং করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মফিজুর রহমান সজল।
প্রেস ব্রিফিং এ নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর এবং জমির দলিল সুফলভোগী ভূমিহীন ও গৃহীনদের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। মোল্লাহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ ধাপে ৬৪ টি ঘর এবং জমির দলিল হস্তান্তর করা হবে।
এ উপজেলায় এর পূর্বে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৭৫ টি, দ্বিতীয় ধাপ ৭০ টি, পঞ্চম পর্যায়ে ৬৪ টি সর্বমোট ৪৭৪ টি ঘর বসবাস উপযোগী হয়েছে বলে ব্রিফিং এ জানানো হয়।