শাহীন আহমেদ রাজ, সাভার
সাভারে হাসপাতাল থেকে চোর সন্দেহে চার নারীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদেরকে আটক করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এমন ঘটনা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই ঘটে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় আমাদের কে বলেন, আটককৃত নারীরা চিহ্নিত একটি পেশাদার সংঘবন্ধ চোরচক্রের সদস্য। হাসপাতালের ভিতরে এদের গতিবিধি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে আমরা তাদের কে আটক করে থানায় নিয়ে আসি।
তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।