দীর্ঘদিন ধরে নষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুটি এমআরআই মেশিন। অস্বচ্ছল ও গরিব মানুষের ভরসাস্থল এই হাসপাতালটির এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এমআরই মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ও সরকারের নীতিমালা জটিলতায় মেশিন মেরামত বা নতুন করে স্থাপন করা যাচ্ছে না।
লালবাগের বাসিন্দা সুমন। বাবাকে নিয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শারীরিক জটিলতার কারণে ডাক্তার এমআরই করতে দিলেও পরীক্ষা করতে গিয়ে দেখেন মেশিনটি পুরোপুরি নষ্ট।
দোহারের বাসিন্দা আব্দুল্লাহ। ব্রেইনস্ট্রোকের শিকার মাকে নিয়ে এসেছেন তিনি। ডাক্তারের পরামর্শে পরীক্ষা করতে গিয়ে তিনিও হতাশ।
শুধু তারাই নন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুটি এমআরই মেশিন নষ্ট হওয়ায় এই সেবা থেকে বঞ্চিত রোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় তিন বছর আগে বহির্বিভাগের একটি এমআরআই মেশিন আর দেড় বছর আগে নতুন ভবনে থাকা আরেকটি মেশিন নষ্ট হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দীর্ঘ দিন এই মেশিনগুলো বন্ধ থাকলেও নীতিগত সিদ্ধান্তে সরকার ও সরবরাহকারী প্রতিষ্ঠান উভয়পক্ষ সম্মত হতে না পারায় মেশিনগুলো বসানো যাচ্ছে না।
এমআরআই মেশিন দুটির পাঁচ বছর ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়েছে বছর দুয়েক আগে। এতে মেরামতেও লাগবে বাড়তি খরচ।