• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক মনাটেক যাদুগানালা মৎস চাষ সমবায় সমিতির আমন্ত্রণে পার্বত্য উপদেষ্টার আগমন মহালছড়িতে লামায় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

লামা-ফাইতং সড়কে ১৯ স্থানে ভাঙ্গন; প্রয়োজন এখনই মেরামত

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৫৬৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:

চলতি বর্ষা মৌসুমে ব্যাপক বৃষ্টিপাতের কারণে প্রবল ভাঙ্গনের কবলে পড়েছে বান্দরবানের লামা উপজেলার ‘ফাইতং-লামা’ সড়ক। ১৯.৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কের ৯টি স্থানে বড় ধরনের পাহাড়ধস সহ আরো ১০টির অধিক স্থানে ভাঙ্গনের দেখা দিয়েছে। এলজিইডি লামার বাস্তবায়নে নির্মিত এই সড়কটি লামা উপজেলার সাথে কক্সবাজার ও চট্টগ্রামের যাওয়ার নতুন যোগাযোগ স্থাপন করেছে।

এই সড়কটির কারণে লামা থেকে চকরিয়ার দূরত্ব কমেছে ১০.৫ কিলোমিটার। সম্প্রতি ভয়াবহ বন্যায় ও পাহাড়ধসে যখন লামা-চকরিয়া প্রধান সড়ক অচল হয়ে পড়ে তখন এই সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করেছে লামা ও আলীকদম উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। দ্রুত মেরামত ও ভাঙ্গনের স্থানে সুরক্ষা গাইডওয়াল না দিলে সড়কটি ভেঙ্গে ফাইতং ইউনিয়নের সাথে লামা উপজেলা সদরের আন্তঃযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সরজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির বদরটিলা, মিনঝিরি, ব্রিকফিল্ড ও রাইম্যাখোলা এলাকায় বড় ধরনের ভাঙ্গন শুরু হয়েছে। কয়েকটি স্থানে সড়কের কিছু অংশ সহ ধসে গেছে। যদিও এলজিইডি লামা সাময়িক ধস ঠেকাতে বল্লী প্যালাসাইডিং করছে। কিন্তু তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইচানু মার্মা।

ফাইতং রাইম্যাখোলা এলাকার বাসিন্দা সৈয়দ আলম ও নুরুল ইসলাম সহ অনেকে জানান, ‘এই সড়কটি হওয়ায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমরা লামা উপজেলা সদরে যেতে পারি। সময় ও খরচ দুইটিই কমেছে। ভাঙ্গনরোধ করে সড়কটি সচল রাখতে অনুরোধ করছি। এই সড়কের কারণে ফাইতং ইউনিয়নের কয়েক হাজার পাহাড়ি জমিতে এখন ফসলের আবাদ হচ্ছে। এখান থেকে উৎপন্ন সবজি লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার চাহিদা মিঠিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।’

ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক আলাপকালে জানান, ‘প্রবলবৃষ্টিতে লামা-ফাইতং সড়কে পাহাড় ধসে ৬/৭টি স্থানে মাটি পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিষদের পক্ষ থেকে দ্রæত মাটি সরিয়ে যোগাযোগ সচল করা হয়েছে। ভাঙ্গনের স্থান মেরামত জরুরি।’

এলজিইডি লামা উপজেলা প্রকৌশলী আবু হানিফ বলেন, ‘আপাতত বল্লী প্যালাসাইডিং এর মাধ্যমে ভাঙ্গন ঠেকানো হচ্ছে। স্থায়ী গাইডওয়াল নির্মাণে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

পার্বত্যকন্ঠ নিঊজ/রনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ