ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে
আনসার সদস্য সহ বিদেশি নাগরিকের অতিরিক্ত গরমে হৃদ যন্ত্রের কিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
আজ বুধবার (৩০আগষ্ট)সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসার সদস্য শফিকুল ইসলাম (৩৫) এবং সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জ বন্দরে জাহাজে কর্মরত থাকা অবস্থায় ভারতীয় নাগরিক অজয় নন্দি(৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আনসারের পিসি মোঃ উজ্জল বেপারি জানান, বিগত দেড় মাস আগে আনসার সদস্য শফিকুল অন্যত্র থেকে বদলি হয়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। অন্যান্য সদস্যদের মত সেও গতকাল রাতে খাবার খেয়ে কলেজ ক্যাম্পে ঘুমিয়ে ছিল। আজ সকাল হয়ে গেলে সে ঘুমের থেকে না ওঠায় তাকে অনেক ডাকাডাকি করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গরমের কারণে তার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। শফিকুলের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানিয়েছেন আনসারের পিসি মোঃ উজ্জ্বল বেপারী।
অপর ঘটনায় ডগইয়ার্ড জাহাজের ম্যানেজার আসাদুজ্জামান নাহিদ জানান, ভারতীয় নাগরিক অজয় নন্দি ‘মুন নাহার ৯’ নামক জাহাজের ইঞ্জিন সেকশনে চাকরি করতেন। আজ বিকেলের দিকে জাহাজটি নারায়ণগঞ্জ বন্দরে নোঙ্গর করার পর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া চিকিৎসকের বরাত দিয়ে আনসার সদস্য শফিকুল এবং ভারতীয় নাগরিক অজয় নন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয় দুটি সংশ্লিষ্ট থানাদ্বয় কে জানানো হয়েছে।