গৃহকর্মীর আড়ালে চার বছর ধরে বাসায় বাসায় চুরি করে আসছিল বিলকিস।কোনো কোনো বাসায় চেতনা নাশক ওষধ খাইয়ে নিতো সর্বস্ব। এমন একটি ঘটনার ১১মাস পর তাকে গ্রেপ্তার করলো ঢাকা মেট্রো উত্তর পিবিআই ।
বৃহস্পতিবার সকালে আগারগাওয়ে পিবিআইয়ের ঢাকা মেট্রোর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
তিনি জানান জানান, গেলো বছর সেপ্টেম্বরে নিউ-স্কাটনের একটি বাসায় কাজ করার জন্য রোজিনাকে ৬ হাজার টাকা বেতনে ঠিক করে। কাজের দ্বিতীয় দিন বাসায় এসেই কৌশলে বাড়ির মালিক ও স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। আর লুট করে নেয় সাড়ে চার লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার। পুলিশ বলছে রোজিনার বিরুদ্ধে এর আগেও সোনা চুরির ৪ টি মামলা রয়েছে। দীর্ঘ চার বছর ধরে রোজিনা বিভিন্ন বাসায় নাম বদলে কাজ করার নামে এভাবেই বাসাবাড়িতে মূল্যবান জিনিস নিয়ে যেত। তার সাথে আরো কেউ কাজ করে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।