বরগুনা জেলা কারাগার থেকে যশোরে কিশোর সংশোধনাগারে নেয়ার সময় মাদকসহ গ্রেফতার এক আসামি বাসের জানালা থেকে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বামনা উপজেলার তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ওই আসামির নাম মাহমুদ (১৬)। গত শনিবার (৯ জুলাই) বরগুনার বামনা উপজেলার নিজামতলী এলাকায় অভিযান চালিয়ে মাহামুদকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে হাজির করা হলে ওইদিন আদালত মাহমুদকে যশোরে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বরগুনা থেকে খুলনাগামী একটি বাসে মাহমুদ ও জনি নামের দুই কিশোরকে যশোর নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এসময় বাসটি বামনা উপজেলার তুলাতলা এলাকায় পৌঁছালে সকাল ১০টার দিকে বাসের জানালা থেকে ঝাপ দিয়ে খাল পাড়ি দিয়ে পালিয়ে যায় মাহমুদ। পরে খবর পেয়ে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে তুলাতলা এলাকায় অভিযান শুরু করে বামনা থানা পুলিশ। পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে মাহমুদকে গ্রেফতার করা হয়। পরে মাহমুদকে যশোর পাঠানো হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস