• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাঙ্গু নদীতে নৌকায় ডুবে নারী নিখোঁজ এখনো সন্ধান পাওয়া যায়নি মোল্লাহাটে বিএনপির আহবায়ককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চলছে উৎসবের আমেজ লামায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অসহায় জায়গার মালিকের যত অভিযোগ বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত রান্না ঘর ও বাগান নবীনগর নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন! সাজেকে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান মানিকছড়িতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হাতে-কলমে অক্ষর শিখছে শিশুরা প্রবারণা উৎসবে মানিকছড়িতে অনুদান বিতরণ গুইমারা কলেজের সাফল্য মায়ের ইচ্ছে স্বপ্নপূরণে চিকিৎসক হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত আশরাফুল

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লংগদু জোনের মতবিনিময় সভা ও ঈদ উপহার সামগ্রী প্রদান

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ১৭৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

মোঃ আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২জুন(বৃহস্পতিবার) সকাল ১০টায় লংগদু জোনের অডিটোরিয়াম এ মতবিনিময় সভা ও ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জামান, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান (অঃ দাঃ), আনসার ব্যাটালিযানের সহকারী পরিচালক মীরবহর শাহাদাৎ হোসেন,লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবে প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লংগদু উপজেলার শান্তি শৃঙ্খলা বাজার রাখার পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে ব্যাপক আলোচনা পর্যালোনা হয়।

এসময় কালাপাগুজ্জা ইউনিয়নের সাথে খেদারমারা ইউনিয়ন সীমান্তে কিছু খাস জমি নিয়ে বিগত সময়ে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আটারকছড়াসহ যেসব এলাকায় এধরনের সমস্যা আছে সে সকল সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দানকারীদের চিহ্নিত করনসহ তাদের কার্যক্রম তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া, লংগদু হতে নানিয়ারচর রাস্তা কার্যক্রম পরিচালনা বিষয়ক আলোচনা, এবং মোটরসাইকেল দূর্ঘটনা থেকে রক্ষায় হেলমেট ব্যবহারসহ লাইসেন্স বিহীন চালক এবং অপ্রাপ্ত বয়সের ছেলেরা যাতে ড্রাইভ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়াসহ অন্যান্য জণকল্যাণ মূলক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এসময় জোন কমান্ডার মহোদয় বলেন আপনাদের যেকোনো প্রয়োজনে আমারকে বলবেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব, এলাকার শান্তি শৃঙ্খলা, শিক্ষা, চিকিৎসা, উন্নয়নে ভুমিকা রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আপনাদের পাশে আছে।

শেষে লংগদু জোনের পক্ষ হতে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ