• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় মা‌টিরাঙ্গায় সাংবাদিক হাসান আল মামুনের বিরু‌দ্ধে মানববন্ধন মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ

রামগড়ে এক ব্যক্তির গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৭১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

খাগড়াছড়ি জেলার রামগড়ে নিতাই দাস নামে (৪৫) এক ব্যক্তি গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

শুক্রবার(২৮শে এপ্রিল) সকাল ০৯.০০ ঘটিকায় রামগড় পৌরসভার মধ্য বাজার কসমেটিকস গল্লি এলাকায় তৃতীয় তলা বিল্ডিংয়ে সিঁড়ির পাশের রুমে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় থানার এসআই,ফরহাদ ইসলাম ও সামছুল আমিন সহ সংগীয় ফোর্সের সহযোগীতায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসার পর লাশটি থানার মর্গে রাখা হয়।

জানা যায়,নিতাই সীতাকুন্ড উপজেলার জাফরনগর এলাকার রুহিনী দাস ও বিন্দু দাসের ছেলে,পেশায় কাপড় ব্যবসায়ী। ব্যবসা ঘটিত ব্যাপারে এই ঘটনা বলে ধারণা করছেন বাজারের ব্যবসায়ীরা।

পরিচিত কাপড় ব্যবসায়ী রাখাল জানান,সে তিন-চারমাস যাবত এ বিল্ডিংয়ে রুম ভাড়া নেয়, তাকে আমি চিনি সে আমার সাথে কাপড়ের ব্যবসা করতো,তার বাড়ি সীতাকুন্ড,বিগত তিন-চার মাস আমার সাথে আর ব্যবসা করে না,মাঝে মধ্যে দেখা হলে কি অবস্থা কেমন আছি জিজ্ঞেস করতো,দেখতাম পার্কে ও ঘড়ি মেকানিকের দোকানে বসে থাকতো।

রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়াধীন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ