• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ মাগুরার শ্রীপুরে মহিলা আওয়ামীলীগের সভাপতি পুলিশের হাতে গ্রেফতার বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী

মাগুরার বিতর্কিত স্বর্ণব্যবসায়ী ব্লাক বিমলের চুরি যাওয়া সোনা উদ্ধার

মাগুরা প্রতিনিধিঃ / ৪০৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

গত ১৭ মার্চ ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় একদল সঙ্ঘবদ্ধ ও দুর্ধর্ষ চোর, মাগুরায় সোনাপটিতে অবস্থিত বৈদ্যনাথ জুয়েলারির আনুমানিক ৪০০ ভরি রুপা ও ৭০ ভরি সোনা চুরি করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জব্বারুল ইসলাম ও মাগুরা পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ হোসেন আলীর নেতৃত্বে একটি টিম সড়াশী অভিযান শুরু করে, এবং ২৪ ঘন্টার মধ্যে নড়াইল জেলার লোহাগাড়া থানা ও বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে ছয় জন সক্রিয় চোর চক্রের সদস্যকে আংশিক চুরি যাওয়া মালসহ গ্রেফতার করে । উদ্ধারকৃত মালের মধ্যে রয়েছে ২২ ভরি দশনা সোনা ২৯০ ভরি রুপা ও ৩৪ পিস ব্রঞ্জের বিভিন্ন সাইজের চুড়ি । গ্রেপ্তারকৃত হলেন নড়াইল জেলার বৈরকন্ঠপুর গ্রামের আবুল হোসেন, বাগেরহাট জেলার মিন্টু শেখ, মোস্তাফিজুর, ইয়াসিন এবং গোপালগঞ্জ জেলার মেহেদী হাসান । অন্যদিকে চুরির ঘটনার মাস্টারমাইন্ড মাগুরার পুলিশ লাইন পাড়ার মিরাজুল ইসলাম আগে থেকেই জেলখানায় বন্দি রয়েছেন বলে জানা যায় ।

উল্লেখ্য মাগুরার বৈদ্যনাথ জুয়েলারির মালিক বিমল বিশ্বাস স্থানীয়ভাবে ব্লাক বিমল নামে পরিচিত। ৯০ দশকে তিনি ঝাকায় ভোজ্য তেল নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে বেড়াতেন । কিন্তু পরবর্তীতে ব্লাক মার্কেটে বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে পড়েন, আর এতেই তার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়।

চুরি সংক্রান্ত ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ৩১ তারিখ ১৯/০৩/২৩ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ