• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন

খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া

স্টাফ রির্পোটারঃ / ৩৪৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার অভিন্ন মানদন্ডের আলোকে পার্বত্য খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।

সোমবার (৫ জুন) সকালের দিকে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

এ অর্জনকে মাটিরাঙ্গার জনগণের জন্য উৎসর্গ করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয় মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার মান্যবর পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। একইসাথে মাটিরাঙ্গা থানা এলাকার জনসাধারণের জন্য কাঙ্খিত পুলিশি সেবা প্রদান করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ সা‌র্কেল অ‌ফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) আবু জাফর মোহাম্মদ ছা‌লেহ, খাগড়াছ‌ড়ি থানার পু‌লিশ প‌রিদর্শক উৎপল বিশ্বাস, এস আই মিনহাজুল আ‌বে‌দিন, এ এসআই হিসেবে মা‌টিরাঙ্গা থানার কামরুল আ‌রে‌ফিন চৌধুরী পুরস্কৃত হ‌য়ে‌ছেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ