রাজবাড়ীতে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি গঠনে সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছে।
শনিবার (২০ মে) সকাল ১১ টায় রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির কার্যালয়ে এ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সম্মেলনে কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুবমৈত্রীর জেলা সম্পাদক সেলিম আহমেদ, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, কমরেড নজরুল ইসলাম, সুলেমান দুলু, আরবান আলী, মনিরুজ্জামান সালাম, অরুন সরকার, মওলা বক্স, বিপ্লব রায় প্রমুখ।
২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সবার সর্ব সম্মিলিত মতামতে সভাপতি হিসাবে সলেমান আলী মোল্লা (দুলু) কে সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে অরুণ সরকারকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ কবির, স্বেচ্ছাসেবক সম্পাদক বিনয় দত্ত, সাধারণ সদস্য হিসাবে সাঈদ, বাচ্চু, সামাদ, ইসলাম, রহমান, সামছুল, ইদ্রিস।
বক্তারা এসময় চাল, ডাল, তেলসহ নিত্যদ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে আলোচনা করেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস