• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন রামগড়ে তথ্য গোপন করার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার মনোনয়ন পত্র বাতিল লামায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ ইউপি সদস্যদের অনাস্থা

রাঙামাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ১৬৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩

রাঙামাটি জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকালে জেলা শহরে বর্ণাঢ্যা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের হ্যাপিমোড়, বনরুপা, কাঠালতলীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা এবং আলোচনসভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দিপংকর তালুকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দৌহা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ রহমান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব, কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, মৎস্যলীগের সভাপতি উদয়ন বড়–য়া, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এম এস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ