রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

সাড়ে ৫১ ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। টানা সাড়ে ৫১ ঘন্টা বন্ধ পর আজ সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুটে পুনরায় লঞ্চসাভিস চালু করা হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব পড়ার আশঙ্কায় নৌ-দুঘর্টনা এড়াতে গত শনিবার (১৩মে) সকাল ৬টা থেকে পরবতী নিদের্শ না দেয়া পযর্ন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ। লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ-এর আরিচা অঞ্চলের বন্দর কর্মকতা এসএম সাজ্জাদুর রহমান বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘূর্ণিঝড় মোখা’র কোন প্রাভাব পড়েনি। নৌপথ পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চসাভর্িস পুনরায় চালু করা হয়েছে।’ এদিকে দৌলতদিয়া ঘাটে কমর্রত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, নৌ-দুঘর্টনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা সাড়ে ৫১ ঘন্টা লঞ্চসাভির্স বন্ধ ছিল। এ সময় লঞ্চপার হতে ঘাটে আসা যাত্রীসাধারণ চলাচলকারি বিভিন্ন ফেরিতে করে তারা নৌপথ পারাপার হন। তিন আরো বলেন, ‘বতর্মান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি লঞ্চ সাবর্ক্ষণিক ভাবে চলাচল করছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com