মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

লংগদুতে বন্য শুকরের আক্রমণে আহত তিন

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ীদের তাড়া খেয়ে পাহাড় থেকে সমতলে এসে ধান ক্ষেতে কাজ করার সময় শুকরের আক্রমণে আহত হয়েছে ৩জন।

সোমবার (১৫ মে) আনুমানিক বেলা ১২টার সময় ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় উক্ত ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎকরে পাহাড় থেকে লোকালয়ে চলে আসে বন্য শুকরটি, দৌড়ের মধ্যে সামনে যাকে পেয়েছে কামড়িয়ে চলে গেছে। এলাকাবাসী আইনুল ইসলাম জানায়, বন্য শুকরটি অনেক বড় ছিলো, পাহাড়ীরা তাকে স্বীকার করার জন্য তাড়া করলে, লোকালয়ে এসে সামনে যাকে পেয়েছে কামড়িয়ে গেছে।

বন্য শুকরের আক্রমণে আহত তিনজন হলো মো. শওকত আকবর, পিতা মৃত মতিউর রহমান,মো. মহিন, পিতা, মনসুর, মো.জিয়াউল হক, পিতা আব্দুস সবুর।

এসময় শওকত আকবর ও মহিন কে রাবেতা হাসপাতালে ভর্তি করালে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শওকত আকবরকে হাসপাতাল রেখে, গুরুতর অবস্থায় মহিন কে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করে এবং একই সময় অপর আরেকজন জিয়াউল হক লংগদু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে হাসতালদ্বয়ের কর্তব্যরত চিকিৎসকরা।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com