রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলো সদর উপজেলার শহিদ ওহাব পুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের রূপপুর (আশ্রায়ন প্রকল্প, ওয়ার্ড-০২) এলাকার মৃত ওয়াহাব আলী শেখের ছেলে মো. আহাম্মদ শেখ ওরফে জাম্বু (৩৬), একই এলাকার মৃত আইনউদ্দিন শেখের ছেলে মো. লিটন শেখ (৩৪) ও  সদর উপজেলার সাদিপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কাদের শেখ (৩৩)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রূপপুর এলাকার আহম্মদ শেখ জাম্বু’র বসত বাড়ীর পিছনে মেহগনি বাগানের ভিতর হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।

বুধবার (১০ মে) জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com