রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মহেশখালীতে দলীয় ছত্রছায়ায় প্যারাবন নিধন, ২২ কোটি ৬১ লক্ষ ক্ষতি, বন আইনে ৩টি মামলা দায়ের

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার:
কক্সবাজারে মহেশখালী হোয়ানকের অমাবইশ্যাখালী মৌজায় সরকারী প্যারাবন কেটে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল ও জীববৈচিত্র্য হুমকির অমাবশ্যাখালী মৌজার বন বিভাগের রেকর্ডভুক্ত ৫৫০ দাগের ভূমিতে বন বিভাগ কর্তৃক সৃজিত ম্যানগ্রোভ বন বাগান বিদ্যমান ছিল, তা নিধনের এ দায়ে দুই মাসে বন বিভাগে তিনটি মামলা দায়ের করার পরেও প্যারাবন কেটে উজাড় করছে হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ শামীম ও বিএনপির নেতা এরশাদুল ইসলামের নেতৃত্বে দফায় দফায় প্যারাবন নিধন করার উদ্দেশ্যে সঙ্গবদ্ধ প্রভাবশালী ভূমিদস্যুর ছত্রছায়ায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরির মহোৎসব চালানোর দায়ে ঝাপুয়া বন বিট কর্মকর্তা এইচ এম মাহমুদুল হাসান দাবী হয়ে তিনটি মামলায় ৩৮ জন নামে উল্লেখ্য ও আরো অজ্ঞাত আসামি রয়েছে, বিষয়টি নিয়ে মহেশখালী রেঞ্জ এর কর্মকর্তারা অভিযান চালিয়ে কয়েক দফায় স্কেভেটার দিয়ে তাদের বানানো ঘেরের বাঁধ কেটে দেয়। এদিকে বন বিভাগের মামলা কে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে চলতি মাসে ২য় দফায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরি করার সংবাদ পেয়ে ঝাপুয়া বিটের বিট কর্মকর্তা মাহাবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরির কার্যক্রম বন্ধ করে দিলে ও বিকাল বেলায় বিপুল পরিমাণ শ্রমিক দিয়ে কার্যক্রম বীরদর্পে বন ভূমি অবৈধ দখলের ঈদের পরেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রেও জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে জানান, রাতের বেলায় এখনও ধীরগতিতে চিংড়ি ঘের তৈরির কাজ চলছে। তাদের শঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে চক্রটি ১০০ হেক্টর বন ভূমি দখল করে অবৈধভাবে চিংড়ি ঘের করে ফেলবে। প্রথম দফায় হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ শামীমের নেতৃত্ব প্যারাবন কেটে উজাড় করা হলেও, দ্বিতীয় দফায় হোয়ানক ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী নেতৃত্ব যুবনেতা আব্দুল মতিন, মোহাম্মদ সিকদার, আবদুস ছালাম, সোমলত মাহমুদ কলি, মোহাম্মদ আমিন, শাহাদত কবির শাহাদাত, নাজেম উদ্দীন নাজু, ছদর আমিন, ইসহাক, পেঠন আলী, আব্দুল জব্বার, আব্দুল্লাহ আল মামুন, আবদুল করিম, আমির হোসেন, আকতার হামিদ, মারুফুল হক, সাইফুল ইসলাম, মকসুদ, জাকির হোসেন, মোহাম্মদ আলম, তারেকুল ইসলাম, আহসান উল্লাহ, মোহাম্মদ বেলাল, খুলু মিয়া, আনছার উল্লাহ,জসিম উদ্দিন, কফিল উদ্দিন, ইমরুল কায়েস মানিক, মনু মিয়া, মুজিবুল হক, জিয়াবুল হক, এরশাদ, তৌহিদুল ইসলাম, রুহুল কাদের বাদশা, শহিদুল ইসলাম সোহেল, এমদাদুল ইসলাম রাসেল, রুবেল, মোস্তাক আহমদ, রফিক উদ্দিন, শাহ নেওয়াজ রুবেল, আতাহার উদ্দিন, মোস্তফা কালাম বকুল, রমিজ উদ্দিন বাদশা, ওবাইদুল হোসেন, হাজী আব্দুস শুক্কুর, রহমত আলী’সহ প্রভাবশালী ভূমিদস্যুর ছত্রছায়ায় রয়েছে আরো অনেকে, গত ঈদের আগেই দ্বিতীয় দফায় ধীরগতিতে চিংড়ি ঘের তৈরির কাজ চালিয়ে বন ভূমি দখল করে অবৈধভাবে চিংড়ি ঘের নির্মানের দায়ে আরো একটি মামলা রেকর্ডে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মহেশখালী রেঞ্জ কর্মকর্তা।

অন্যদিকে ৩টি মামলার বিষয়ে ফিরোজ ওয়াহিদ শামীম, শাহাবুদ্দীন ও এরশাদুল ইসলাম লোক মুখে বলে বেড়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করছে বনবিভাগ, এই বিচার মহান আল্লাহ পাক রাব্বুল আলামের কাছে দিয়েছি আমার কিছুই করার নেই।

এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন প্রতিনিধি’কে জানান, নতুন ভাবে প্যারাবন কাটার কোন সংবাদ পাইনি, খোঁজ নিচ্ছি, জড়িতদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মহেশখালী প্যরাবন রেঞ্জ এর কর্মকর্তা আনিসুর রহমান জানান,ভূমিদস্যু গংদের বিরুদ্ধে পরপর ৩টি মামলা রজু হয়েছে। অভিযানের পরিবর্তী পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com