মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

শ্রমিক দিবসে রাঙামাটিতে শ্রমিক লীগের র‌্যালী ও শ্রমিক সমাবেশ

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি):

শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা শ্রমিকলীগের র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ মে) সকালে রাঙামাটি জেলা শ্রমিক লীগের আয়োজনে আওয়ামীরীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দোয়েল চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সভায় মিলিত হয়।

জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় বক্তারা বলেন, আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণসাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ‘২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামীলেগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, জেলা যুবলীগের সহসভাপতি ফজলুর রহমান, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শাজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, শহর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন বক্তব্য রাখেন। পার্বত্যকন্ঠ নিউজ/এমএস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com