রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

পার্বত্য চট্টগ্রামের শিক্ষক সঙ্কট নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার-শিক্ষা উপমন্ত্রী নওফেল

স্টাফ রির্পোটারঃ

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধূরী নওফেল এমপি বলেছেন, এতে করে পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কটের দীর্ঘমেয়াদী সমস্যার সামধান হবে। পাবলিক পরীক্ষা শেষে পাহাড়ের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট রয়েছে সেখানে জরুরী ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পাহাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদায়নকৃত শিক্ষকরা যেন বদলী হতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক এসএম রবিউল ফারুক‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাইন উদ্দিন ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল অবেদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার ও রাজকুমার সুইচিং প্রু ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পুনর্মিলনী উৎসবে অংশগ্রহনকারী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বর ও প্রধান প্রধান সড়ক ঘুরে উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়। সন্ধ্যায় দেশের তারকা শীল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামবে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com