• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন

লংগদুতে অ্যাডভোকেট মাঈনুল ইসলামকে কৃতি সংবার্ধনা প্রদান

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ৫০১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ মাঈনুল ইসলাম অ্যাডভোকেটশিপ অর্জন করায় প্রাক্তন ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২৪এপ্রিল) বিকাল ৪.০০ ঘটিকায় উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজক কমিটির আহবায়ক আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ ইউনুছ আলী এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক হারুনর রশিদ, উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেক, উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত) শহীদুল ইসলাম ইউপি সদস্য মোঃ ইউছুফ আলী, ইউপি সচিব আল আমিন ইমরান, মহিলা সদস্য স্বরনীকা চাকমা, নেবী চাকমা, আটারকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক আলী আকবর আজাদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইন্জিনিয়ারিং শাহাদাত ফরাজি সাকিব লংগদু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আব্দুস সবুর প্রমুখ।

এসময় উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃমাইনুল ইসলাম অ্যাভোকেটশীপ অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেককে সম্মাননা স্মারক প্রদান করেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
এছাড়াও ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় চাকমা (মিত্র) বিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন।

উল্লেখ্য যে, আজ পাড়া গ্রাম থেকে অনেক ত্যাগ স্বীকার করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ মাঈনুল ইসলাম অ্যাডভোকেট হয়েছে। এটা এ এলাকার শিক্ষার্থীরা অনুপ্রেরণা যোগাবে।

পার্বত্যকণ্ঠ নিউজ-এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ