মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

লংগদুতে ফায়ারিং অনুশীলনে আহত পরিবারকে সেনা জোন ও ৩৮ আনসার ব্যাটালিয়ান কতৃক বিভিন্ন সহায়তা প্রদান

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আর্মি ক্যাম্পের ফায়ারিং রেঞ্জে আনসার সদস্যগন কতৃক ফায়ারিং অনুশীলন পরিচালনা করা হয়। ফায়ারিং পরিচালনার পূর্বে নিরাপত্তা বাহিনী কতৃক প্রয়োজনীয় সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এলাকায় মাইকিং, বিউগলের মাধ্যমে সতর্ককরন, নিরাপত্তা প্রহরী নিয়োগ,ও চারপাশে লালফ্লাগ স্থাপন করা হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশ কতৃক সতর্কতামূলক মাইকিং শেষে পুলিশের উপস্থিতিতে ফায়ারিং অনুশীলন পরিচালনা করা হয়।

রবিবার (১৬এপ্রিল) ৩৮ আনসার ব্যাটালিয়ান লংগদু রাঙ্গামাটি, র, বাৎসরিক এ ফায়ার অনুশীলন কার্যক্রম শুরু করা হয়।

সকল ধরনের সতর্কতা মূলক ব্যবস্থা সম্পর্কে জানার পরেও ফায়ারিং রেঞ্জ হতে ১.৫ কিলোমিটার দুরে নন্দিতা চাকমা নামক একজন জুম চাষের জন্য উক্ত এলাকায় অবস্থান কালে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই লংঘন সেনা জোন এবং আনসার ব্যাটালিয়নের পরিচালক তার গাড়িতে করে মাইনীমূখ ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। হাসপাতাল কতৃপক্ষ তাৎক্ষণিকভাবে সফল অস্রপাচারের মাধ্যমে গুলি অপসারন করা হয়। এবং আহত নারী বর্তমান সম্পূর্ণ সুস্থ্য আছেন বলে হাসপাতাল কতৃপক্ষ এবং স্থানীয় জণপ্রতিনিধিরা নিশ্চিত করেন।সেনাবাহিনী ও আনসার বাহিনীর এরুপ তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আহত নারীর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। লংগদু সেনা জোন কতৃক আহত নারীকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ফলে ঝুড়ি উপহার হিসেবে পাঠান।

এছাড়া লংগদু সেনা জোন এবং ৩৮ আনসার ব্যাটালিয়ান আহত নারীর সকল চিকিৎসা ব্যয় বহন করেন এবং উক্ত পরিবারের পরবর্তী চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
নিরাপত্তা বাহিনীর এরূপ তড়িৎ পদক্ষেপে এলাকাবাসী ব্যপক প্রশংসা করেন।
এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com