মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

গোয়ালন্দে কেকেএস ক‍্যাচ আপ ক্লাব, তৃতীয় ব‍্যাচের নতুন ৫৪ টি শাখা উদ্বোধন

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধিঃ।

রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল‍্যাণ সংস্থা(কেকেএস) এর কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার নতুন ৫টি স্কুলসহ ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে রিডিং পড়া এবং অক্ষর চেনায় কাজ করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় তৃতীয় ব‍্যাচে গোয়ালন্দ উপজেলায় ৩৪ টি সরকারি বিদ‍্যালয়ে মোট ৫৪ টি ক‍্যাচ আপ ক্লাবের আওতায় ৮১৪ জন দূর্বল শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এ প্রকল্পটি।

৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ৩০ জন দুর্বল শিশুদের ১৫ জনের দলে বিভক্ত করে দুটি ক‍্যাচ আপ ক্লবসহ ৫৪ টি কেন্দ্র একযোগে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন‍্যান‍্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

উজানচর নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্র দুটি উদ্বোধনে উপস্থিত ছিলেন নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, কেকেএস ক‍্যাচ আপ ক্লাব প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা মো. শামসুল হকসহ বিদ‍্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও বিদ‍্যালয়ের এসএমসি কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

প্রকল্পটি কর্মজীবী কল‍্যাণ সংস্থা- কেকেএসের ব‍্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় রয়েছেন আন্তর্জাতিক সংস্থা সেভ দ‍্য চিলড্রেন।

তৃতীয় ব‍্যাচে ৫৪ টি নতুন ক‍্যাচ আপ ক্লাব উদ্বোধন এসম্পর্কে কেকেএস ক‍্যাচ আপ ক্লাব প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা মো. শামসুল হক বলেন, গোয়ালন্দ উপজেলার ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৪ জন নির্বাচিত দুর্বল শিশুদের সবল করে গড়ে তুলতে পাঠদানে কাজ করছে ক‍্যাচ আপ ক্লাব প্রকল্পটি। প্রকল্পটি হতে প্রতি তিনমাস পরপর পাঠ প্রতিযোগিতার মাধ‍্যমে সফল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন এ উপজেলায় যেসকল স্কুল এক সিপ্টে চলে সেসকল স্কুল ছুটি শেষে বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ক‍্যাচ আপ ক্লাব প্রকল্পের শিক্ষকরা কেন্দ্রে গিয়ে শিশুদের অক্ষর জ্ঞান এবং রিডিং পড়ান। যেসকল স্কুল দুই সিপ্টে চলে সেসকল স্কুলের শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পড়ান।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com