• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

মসজিদের উন্নয়নের কাজে ইউপি চেয়ারম্যানের নগদ সহায়তা

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ১৩৪ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউপি অধীনস্থ মধ্যবেতছড়ি বাজার মসজিদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় এলাকাবাসীর উদ্যোগে মসজিদ সংস্কারের কাজ শুরু করা হয়।

তারই অংশ হিসেবে মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী) মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

৩১ মার্চ (শুক্রবার) দুপুরে এ অনুদান প্রদান করা হয়। মসজিদ কমিটির পক্ষে অনুদান গ্রহণ করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এসময় কোষাধ্যক্ষ আফজাল হোসেন, মেরুং ইউপির প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, মধ্যবেতছড়ি বাজার মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  সামাজিক উদ্যোগে পাঁকা করণ এর কাজ শুরু করা হয়েছে। মেরুং ইউপি চেয়ারম্যান মাহামুদা বেগম লাকীর নগদ ৫০ হাজার টাকার অনুদান মসজিদের উন্নয়ন কাজকে আরো গতিশীল করবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ