• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা 

স্টাফ রির্পোটারঃ / ২০০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখাতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
নিয়মিতভাবে বিভিন্ন  জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে সকালে স্থানীয়দের মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান,  মহিলা মাদ্রাসার জন্য আর্থিক অনুদান,ঘর নির্মানের জন্য আর্থিক অনুদান এবং উনিশটি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ, সার, গাছের চারা এবং মাছের পোনা প্রদান করেন লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের। এসময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এতে অন্যান্যের মধ্যে লক্ষীছড়ি জোনের পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ