মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ইমামের মৃত্যু

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার :

সড়ক দূর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা মসজিদের ইমাম হাজারো ছাত্রের ওস্তাদ ক্বারী আতাউর রহমান মৃত্যু বরণ করেছেন।শুক্রবার বিকাল ৬টার দিকে মহিরণ ব্র্যাক মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে প্রচন্ড গতিতে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় তাকে প্রথমে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১ টায় দিকে তিনি মৃত্যু বরণ করেন।ক্বারী আতাউর রহমান বাঘারপাড়া ফাযিল মাদরাসার শিক্ষক ছিলেন । ২০১৮ সালে তিনি অবসর নেন। ৩৮ বছর উপজেলা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।শনিবার বিকাল তিনটায় মহিরন ব্র্যাক অফিসের পিছনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস,রাধানগর আলিম মাদরাসার অধ্যক্ষ তবিবুর রহমান ,বাঘারপাড়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, হামিদপুর আলহেরা কলেজের সহকারি অধ্যাপক গোলাম রসুলসহ এলাকার অসংখ্য আলেমে দ্বীন উপস্থিত ছিলেন।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com