• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

সোলার হোম সিস্টেমের আওতায় মানিকছড়ির ৩শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ১৬১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ণাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম জনপদ ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত লোকালয়ের ৩২৯ পরিবারে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দু’ছড়ি পাড়াস্থ বিশাখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।

ইউপি সদস্য অংগ্য মারমার পরিচালনায় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের কনসালটেন্ট মো. শাহরিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, ইউপি সদস্য আরে মারমা, আসাদুল ইসলাম, মো. আইয়ুব আলী, শাহনাজ পারভীন, মনোয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে অনগ্রসর, দুর্গম ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত রেম্রা পাড়া, দক্ষিণ ফকির নালা, উত্তর মরাডলু পাড়া, গচ্ছাবিল, দক্ষিণ হাফছড়ি, বক্রিপাড়া, মনাদংপাড়া, লাপাইদংপাড়া, গাউদংপাড়া, চক্যাবিল, গাইদংপাড়া, দুছড়ি, মলঙ্গিপাড়া, আগাদু’ছড়ি এলাকার ৩২৯ পরিবারের হাতে সোলার হোম সিস্টেম ও প্রশিক্ষণ ভাতা বাবদ নগদ ৬৫০ টাকা হারে বিতরণ করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ