• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
অবৈধ দখলদার হতে ময়লা ডাম্পিং ও সেড নির্মাণের জায়গা উদ্ধারে মানববন্ধন কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত  কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাই-  বিলাইছড়ি নৌ রুটে  নৌ চলাচল ব্যাহত বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত খাগড়াছড়ি জেলা পু‌লিশের সকল স্ত‌রে শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা সা‌র্কেল ও থানা কাপ্তাইয়ে উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ  গোয়ালন্দে গণহত্যাকাণ্ডে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন মানিকছড়িতপ ইয়ুথ দলের অভিজ্ঞতা বিনিময় ত্রৈমাসিক সভা অনুষ্টিত বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানি বন্ধে মানিকছড়িতে পিসিপি’র বিক্ষোভ মিছিল পানছড়ি উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৫০ গৃহহীন-ভুমিহীন

স্টাফ রির্পোটারঃ / ২০১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মুজিববর্ষে একটি পরিবারও ভুমিহীন-গৃহহীন থাকবেনা এমন ঘোষনা দিয়ে থেমে থাকেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভুমিহীন ও গৃহহীনহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। এতো মানুষকে ঘরসহ জমি প্রদানের ঘটনার বিশ্বের কোন দেশে ঘটেনি। এ অসাধ্য কাজটি সারা বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনই করেছেন। এমন মন্তব্য করে মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত ফাতেমা চৌধূরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগনের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন।

বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভুমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করার পর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এসব গৃহ ও জমি হস্তান্তর করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত ফাতেমা চৌধূরী।

এসময় মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিঅঅইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, মাটিরাঙ্গা ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার ও তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া প্রমুখ ছাড়াও বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই পরিবার, সমাজ ও আত্মীয়স্বজনদের কাছে থেকে ঘৃনা ও তাচ্ছিল্য নিয়ে ভবঘুরে জীবন-যাপন করছিন তৃতীয় লিঙ্গের শাকিলা। স্বপ্নেও ভাবেননি তার নিজের একটি ঘর হবে, বাড়ি হবে। সেখানে ঈদের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেয়ে বাঁচার নতুন ঠিকানা পেয়েছেন মাটিরাঙ্গার তৃতীয় লিঙ্গের শাকিলা হিজরা। ইট-সিমেন্টে গড়া লাল টিনের ছাউনির ঘরে আশ্রয় পেয়ে খুশি শাকিলা।

ঘরগুলো অনেক সুন্দর, টেকসই ও দূর্যোগ সহনীয় মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, ঈদ-উল-ফিতরের আগে রঙিণ ঘরগুলো হস্তান্তর করার মাধ্যমে আনন্দের নতুন মাত্রা যুক্ত হবে ভুমিহীন-গৃহহীন মানুষগুলোর পরিবারে।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের নিবিড় তত্তাবধানে ঘর নির্মাণ ও উপকারভোগীদের নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের সাথে উপজেলার যারা সংশ্লিষ্ট তারা যার যার অবস্থান থেকে ভুমিকা রেখেছেন।

চতুর্থ পর্যায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় ২৭টি, তাইন্দং ইউনিয়নে ২২টি, তবলছড়ি ইউনিয়নে ১৯টি, বড়নাল ইউনিয়নে ১৭টি, গোমতী ইউনিয়নে ১৬টি, বেলছড়ি ইউনিয়নে ১৯টি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ২১টি এবং আমতলী ইউনিয়নে ৯টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের রঙিন টিনের ঘর উপহার পেয়েছেন বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ।

  • এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ