মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মুজিববর্ষের উপহার দৃষ্টিহীন সোনামুখি চাকমাও পেতে চান

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি:(মহালছড়ি)

মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার বিধবা দৃষ্টি প্রতিহীন সোনামুখী চাকমাও মুজিববর্ষের সুখের নীড় পাবেন এমন আশায় দিনগুনে চলেছেন।

এই সোনামুখীর নিজ সংসারে নুন আনতে পান্তা ফুরায়, অভাবের সংসারে একটি জীর্ণশীর্ণ, নিজে অন্ধ হওয়ায় বিবাহযোগ্য মেয়েকে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। সরেজমিনে জানা যায় সোনামুখী চাকমা গত ৯মার্চ প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জমা দিয়ে গেছেন।

এহেন অবস্থায় স্থানীয় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নিজ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীর নামে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প থেকে একটি ঘর বরাদ্ধ দিলে তিনি অশেষ উপকৃত হবেন।

দৃষ্টিপ্রতিবন্ধী সোনামুখি চাকমা(৭৫) স্বামীঃ মৃত সুরতি মোহন চাকমা, ৫নং ওয়ার্ড, ৪নং মাইসছড়ি ইউনিয়ন,মহালছড়ি।

তিনি বলতে শুদ্ধ বাংলা কথা বলতে পারেন না,বাংলায় শুদ্ধ উচ্চারণে বুঝিয়ে দিলেও চাকমা ভাষায় বলছে আমি অন্ধ গরীব মানুষ,তিনি ভাঙ্গা ঘরে বসবাস করেন। তিনি আরো বলছেন যে, আওয়ামী লীগ সরকার অসহায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিচ্ছে, আমিও একটি ঘর পাওয়ার আশায় রয়েছি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১ম,২য়, ৩য় ধাপ শেষ করে ৪র্থ ধাপে আজ ২২মার্চ স্বাধীনতার মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহার বুঝিয়ে দেবেন।

এবিষয়ে ৫নং ওয়ার্ড মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই সোনামুখি চাকমা খুবই অসহায় ঘরটি পেলে দৃষ্টিহীন সোনামুখি চাকমা ও কন্যার পক্ষে উপকৃত হতো।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com