• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৬৫২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩

লামার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চারদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিন হিসেবে সোমবার (২০ মার্চ) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু’র সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও দাতা সদস্য ছলিমুল হক চৌধুরী, ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্কুল শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীগণ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীসহ স্কুল কর্তৃপক্ষের এমন কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। লামা উপজেলার মধ্যে শিক্ষার্থীদের এমন পরিবেশনা আগে কোথাও দেখিনি। তিনি যেকোনো প্রয়োজনে বিদ্যালয়ের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।

প্রধান অতিথি মোস্তফা জামাল শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্বে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ভিন্নভাবে সক্ষম শিশুদের উন্নতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি একীভূত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ