শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

নাইক্ষ্যংছড়িতে ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪১ জন পড়েছেন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, বৌদ্ধ বিহার ও সেচ ড্রেনসহ ১৯টি প্রকল্পের উন্নয়ন কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। পরে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫কোটি, এলজিইডি ১৬০কোটি এবং জেলা পরিষদ ৪৬কোটি টাকাসহ মোট ৩২১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যানু অং চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের কোম্পানি। জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এর সভাপতিত্বে সমাবেশে আলহাজ্ব খায়রুল বাশার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বক্তব্য রাখেন।

সভার শেষে বিকেল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি সদরের ২টি বিশুদ্ধ পানির প্রকল্প পরির্দশন করেন পার্বত্য মন্ত্রী।

রনি/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com