• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

জঙ্গিরা প্রশিক্ষণ শেষে পাহাড় ছেড়ে সমতলে যাচ্ছিল, র‍্যাবের অভিযানে আটক ৯

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৮৪০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ নেতা ও পাহাড়ের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাই সহ ৯ জনকে আটক করেছে র‍্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে বান্দরবানের টঙ্কাবতী এলাকা থেকে এদের আটক করা হয়। পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ শেষে সমতল এলাকায় ফিরে যাওয়ার সময় তারা ধরা পড়ে। এদের কাছ থেকে ৬ টি দেশি বন্দুক, ১টি পিস্তল ৫ রাউন্ড গুলি সহ বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ‍্য জানিয়েছেন। আটককৃতরা হলেন কুমিল্লা সদরের আব্দুর রহিমের ছেলে মোঃ দিদার হোসেন ওরফে মাসুম ওরফে চাম্পাই আব্দুর রহিম, নারায়ণগঞ্জ সদরের ইউনুস সরদারের ছেলে সর্দার আব্দুল্লাহ বাহাই (২৯), ঢাকার কামরাঙ্গীরচরের আবুল কালামের ছেলে সাইনুন ওরফে রায়হান ওরফে হুজাইফা (২১), সিলেট বিয়ানীবাজারের কামাল আহমদ এর ছেলে তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল ওরফে হাফিজুল্লাহ ওরফে রিতেং (১৯), সিলেট শাহ পরানের আব্দুল কাদিরের ছেলে মোঃ লোকমান মিয়া (২৩), কুমিল্লার লাকসামের আব্দুল আজিজের ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে সাইতোয়াল ওরফে শান্ত (৩৫), ঝিনাইদহ কোটচাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে মোঃ আমির হোসেন (২১), বরিশাল সদরের ফারুক হাওলাদারের ছেলে মোঃ আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮) ৯। ময়মনসিংহ ফুলপুরের গিয়াস উদ্দিনের ছেলে শামিম মিয়া ওরফে রমজান ওরফে বাকলাই (২৪)।

র‍্যাব জানিয়েছে অভিযানের সময় ৫ থেকে ৬ জন জঙ্গি পালিয়ে যায়। আটককৃত জঙ্গি সংগঠন জামাতুল আনসার এর পাহাড়ের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইকে ধরার জন্য র‍্যাব নানা তৎপরতা চালিয়েছে। এরা পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন‍্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বিভিন্ন গোপন আস্তানায়। জঙ্গিদের প্রশিক্ষণের অন্যতম ছিল এই চম্পাই। রবিবার চম্পাইসহ অপর ৯ জন সদস্য সমতলে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে র‍্যাবের হাতে। এ নিয়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসারের ৩৭ জন ও কেএনএফ এর ১৭ জন সদস‍্য পাহাড়ি এলাকা থেকে আটক হয়েছে।

জঙ্গিরা বিভিন্ন সময়ে কথিত হিজরতের নামে দেশের বিভিন্ন জায়গা থেকে পাহাড়ে এসে প্রশিক্ষণ নিয়েছে। এসব প্রশিক্ষণে কেএনএফ সহায়তা দিয়েছে বলেও আটককৃত জঙ্গিরা জানিয়েছে। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন জামাতুল আনসারের আমিরের নির্দেশে জঙ্গিরা পাহাড় ছেড়ে সমতল এলাকায় আত্মগোপনে যাওয়ার নির্দেশনা পাওয়ার পর দু ভাগে ভাগ হয়ে তারা সমতলে চলে আসছে। তবে সমতলে কোন নাশকতা করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ