সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মানিকছড়িতে শ্লীলতাহানির মামলা, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কসম কার্বারী ত্রিপুরা পাড়ার ৩ সন্তানের এক জননী (৩৭)কে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা নারী। পুলিশ অভিযুক্ত মোটরসাইকেল চালক মো. আবদুল করিম(৩৫)কে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে। সে ডাইনছড়ি পশ্চিম পাড়ার আবদুল কাদের ফরাজী ও আলেয়া বেগমের পুত্র।

পুলিশ ও বাদীর অভিযোগপত্রে জানা গেছে, উপজেলার ২নম্বর বাটনাতলী ইউনিয়নের ছদুরখীলস্থ তিনঘরিয়া পাড়া প্রকাশ কসম কার্বারী ত্রিপুরা পাড়া জনৈক ৩ সন্তানের জননী গত  ৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সন্তানের উপবৃত্তি সংক্রান্ত ফরমে স্বাক্ষর দিতে ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ে যায়। কাজ শেষে মেঠোপথে একা একা বাড়ি ফেরার পথে ডাইনছড়ি পশ্চিম পাড়ার আবদুল কাদের ফরাজী ও আলেয়া বেগমের পুত্র মোটরসাইকেল চালক মো. আবদুল করিম(৩৫) ওই নারীকে মোটরসাইকেলে উঠতে বলেন। এতে নির্যাতিত নারী ভাড়া না থাকায় হেঁটে যাবেন বলে জানালে কাদের তাকে ভাড়া দিতে হবে না বলে গাড়িতে তুলে নিয়ে নির্জনে নামিয়ে ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানি বা যৌনপীড়নের চেষ্টা করেন!  এতে নির্যাতিত নারীর আত্মচিৎকারে লোকজন ছুটে আসলে বখাটে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে নির্যাতিত নারীর স্বামী রাজু ত্রিপুরা ইউপি সদস্য মানিক ত্রিপুরাকে অবহিত করেন এবং রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ নির্যাতিত নারীর বক্তব্য শুনে রাত সাড়ে ১২টায় অভিযোগ আনলে নেয় এবং শ্লীলতাহানি/যৌনপীড়ন করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেন।  মামলা নং ০২ তারিখ-১০.০৩.২৩ খ্রি. এর পর পরই পুলিশ অভিযুক্ত বখাটে মো. আবদুল করিমকে আটক করতে সক্ষম হয়।  গতকাল শুক্রবার বিকেলে আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com