খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ রোজ বুধবার বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
উক্ত দিবসে শোভাযাত্রা উপজেলা পরিষদ ভবন থেকে শুরু হয়ে উপজেলা টাউনহল প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দিবসে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ও লীন (LEAN) সহ স্থানীয় এনজিও সংস্থার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা উন্নয়নমূলক নারী নেত্রী স্বপ্না চাকমার সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বক্তব্য রাখেন এবং তিনিই উক্ত দিবসের সভাপতিত্ব করেন।
উক্ত দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন আজ ৮ মার্চ, সারা বিশ্বের ন্যায় এই টাউনহলে উপস্থিত নারীসমাজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সমাজে নারী-ই আসল, কারণ নারী ছাড়া একজন পুরুষ অচল, একটি পরিবার অচল, সমাজ অচল, সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিতে নারীর প্রতি সহনশীল সহমর্মিতা হওয়ার পরামর্শ দেন।তাই এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সমতা সকলের প্রগতি’। নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক।
এসময়ে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা ও অন্যান্য এনজিও সংস্থার সিনিয়র কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পাড়ার নারীকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে যে, দিবসটি এক শতাব্দী-প্রাচীন আন্তর্জাতিক দিবস। ১৯০৯ থেকে ১৯১১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া,ডেনমার্ক,জার্মানি ও সুইজারল্যান্ডে সূচিত এই দিবস পরে সোভিয়েত ইউনিয়ন,চীনসহ পূর্ব ইউরোপের সমাজ তান্ত্রিক দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়। জাতিসংঘ দিবসটি উদ্যাপন শুরু করে ১৯৭৫ সাল থেকে। তাই বর্তমানে বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
রনি/পক