• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেন্টাল বিভাগ চালু করেছে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু বান্দরবানে ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি সাজেকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে উপজেলা নির্বাচনে প্রচারণা তুঙ্গে, সদ্য দায়িত্ব ছেড়ে যাওয়ারা নির্ভার! রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ছাত্রলীগের সভাপতি সহ ৭ জন কারাগারে অবৈধ দখলদার হতে ময়লা ডাম্পিং ও সেড নির্মাণের জায়গা উদ্ধারে মানববন্ধন কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত  কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাই-  বিলাইছড়ি নৌ রুটে  নৌ চলাচল ব্যাহত বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসী নিহত

আজ ঐতিহাসিক ৭ই মার্চ: গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ প্রতিনিধিঃ / ১৭২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

আজ ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

৭ মার্চ (মঙ্গলবার) সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক,ধর্মীয় সংগঠন নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন।
দিবসটি উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে র‍্যালী বের করা হয়। এদিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত , গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আওয়ামীলীগ নেতা আতিকুজ্জামান সেন্টু, হুমায়ুন কবির পলাশ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ