সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

লংগদুতে ভয়েস অব লংগদু’র ওয়েবসাইট উদ্বোধন।

মো.আলমগীর হোসেন, লংগদু(রাঙ্গামাটি):

`মানুষ বাঁচবে কতদিন,সেবা বাঁচবে চিরদিন’ এই প্রত্যয়কে সামনে রেখে’ রাঙ্গামাটির লংগদুতে ভয়েজ অব লংগদু নামক সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ‘ভয়েস অব লংগদু’ নামক অনলাইন কমিউনিটির ওয়েবসাইট উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার পাবলিক লাইব্রেরীর হল রুমে স্বেচ্ছাসেবকদের মনবল বৃদ্ধি, সাংগঠনিক অবকাঠামো ও সেচ্ছাসেবীদের সামাজিক উন্নয়ন ও সহজে রক্ত সংগ্রহের বিষয়ে “ভয়েস অব লংগদু ”ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভয়েস অফ লংগদুর সাধারণ সম্পাদক আল আমিন ইমরান এর সঞ্চালনায়, সংগঠনের সভাপতি প্রফেসর হারুনর রশীদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির ওয়েবসাইট টি উদ্বোধন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান,রাবেতা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল করিম, মাইনীমুখ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, বায়তুশ শরফ মাদ্রাসার সুপার ফোরকান আহমদ,ডাক্তার আবু তালহা সহ সংগঠনের সদস্য বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় পরের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন যিনি, তাকেই আমরা স্বেচ্ছাসেবক বলে থাকি। ভয়েস অব লংগদু একদিন সারাদেশে ছড়িয়ে পড়বে সেই আশা ব্যক্ত করি। এই সংগঠন ২০১৭ থেকে এপর্যন্ত উপজেলার অসহায় শতাধিক পরিবারের মাঝে সহযোগীতা হাত বাড়িয়ে দিয়েছেন, এছাড়াও শুরু থেকেই মানুষের রক্তের প্রয়োজনে ভয়েস অব লংগদু আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। কারোর রক্তের প্রয়োজন হওয়া মাত্র নিজ দায়িত্বে স্বার্থ ছাড়াই এগিয়ে আসে সংগঠনের সদস্যরা। এই সংগঠন সাধারণ মানুষের মঙ্গলে কাজ করে যাবে সেই প্রত্যাশা রাখি।

রনি/পক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com