শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

রামু মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা সফর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৯ জন পড়েছেন

কক্সবাজার জেলার রামু হাসপাতাল গেইটস্থ মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক শিক্ষা সফর ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার, ৪ মার্চ পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৃষ্টিনন্দন উপবন পর্যটন লেকে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে সকাল ১০টায় ৮টি বাস যোগে রওনা দেয়। এতে আরও অংশ নেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক এবং অভিভাবকববৃন্দ। যাত্রাপথে কুরআন থেকে তেলাওয়াত করে সবাইকে মুগ্ধ করে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ নিবরাস।ঝুলন্ত সেতু, পাহাড়, দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা ও শিশু পার্ক উপভোগ বিভিন্ন রাইড পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ছাত্রদের ফুটবল পাস, মেয়েদের বালিশ পাস এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা। বিকালে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এতে মেয়েদের বালিশ পাসে কাউকাব মরিয়ম রুতবা প্রথম, নাজনীন শাওরিন মনি দ্বিতীয় ও উম্মে আইমন তৃতীয় স্থান অধিকার করে। ছেলেদের বল পাসে হাফেজ মোঃ ফরহাদ প্রথম, সাকিবুল হাসান দ্বিতীয় এবং, আরিয়ানুল ইসলাম নিশান তৃতীয় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান থেকে দ্বাদশ স্থান পর্যন্ত নির্বাচন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়।

এতে সমাপনী বক্তব্যে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা এস এম আবরারুল হক বলেন- শিক্ষাকে পাঠ্য বইয়ে সীমা না রেখে ভ্রমনের মাধ্যমে তার বাস্তব রূপ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই শিক্ষা সফর আয়োজন করা হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রনি/প

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com