• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
রুমায় তুমুল গোলাগুলি আতঙ্ক, হতাহতের শঙ্কা বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর

মহেশখালীতে বন সংরক্ষণ গ্রামে জীবিকার উন্নয়ন তহবিলের চেক  বিতরণ করেন এমপি আশেক

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ১৩৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩

চট্টগ্রাম বনবিভাগের মহেশখালী উপকূলীয় বিট কাম চেক স্টেশন কর্তৃক আয়োজিত টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের বন পাহারাদার দলের সদস্যদের মাঝে চেক বিতরণ করেন কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
শনিবার (৪ ই মার্চ) দুপুরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি এতে কালারমারছড়া ইউনিয়নের ৬০ জন ও হোয়ানক ইউনিয়নের ৩০ সুবিধাভোগী সদস্যদের মাঝে ২৫,০০০ টাকা করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপকুলীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, মাস্টার রুহুল আমিন, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী’সহ অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ