শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

মাটিরাঙ্গায় যেকোন সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে-লে. কর্ণেল কামরুল

স্টাফ রির্পোটারঃ
  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫ জন পড়েছেন

মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের যেকোন ধরনের অপতৎপরতা প্রতিহত করার ঘোষনা দিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারীদের অংশগ্রহনে নিরাপত্তা সম্মেলনে ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সবকিছু করবে বলেও জানান তিনি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসি,
গুইমারা থানার পুলিশ (পরিদর্শক) তদন্ত মো: মনির হোসেন, মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা জিএম আলমগীর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা ও গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি-কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম। এরপরপরই মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি-কে।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com