বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়ন পরিষদে চত্বরে সোমবার (২৩শে জানুয়ারী) সমাজকর্ম বিষয়ক কমিউনিটি ডায়ালগ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় কর্মীদের গুরুত্ব ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, শিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোস্তম আলী, সমাজ কর্মী রিভা প্রমূখ।
বিরামপুর উপজেলা সমাজসেবা আয়োজনে ও দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সহযোগিতায় এ ওয়ার্কশপে ইউপি সচিব মাসুদুর রহমান, ইউপি সদস্য ফেন্সিয়ারা বেগম,মোক্তার আলী, রবিউল ইসলাম, আজগর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত হোসেন, চিকিৎসক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, বিভিন্ন পেশার শ্রমজীবি মানুষ, শিক্ষক- শিক্ষিকা মন্ডলী, ছাত্র-ছাত্রী, গ্রাম পুলিশ ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।