মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

কম্বল পেয়ে খুশি তিস্তা পাড়ের মানুষ

আনিসুর রহমান, রাজারহাট প্রতিনিধি:

তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন,ঠান্ডা জনিত কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা, তখন এই দূর্যোগ কালীন মুহুর্তে তিস্তা পাড়ের চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২০ জানুয়ারি শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাটে বুড়ীরহাট,তিস্তা নদীর মধ্য চরাঞ্চলে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। ‘থিয়েটার ফর ডেভলপমেন্ট গ্রুপ’ এর আয়োজনে এবং ‘আয়না ফাউন্ডেশন’ এর অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে ‘থিয়েটার ফর ডেভেলপমেন্ট গ্রুপ’ এর প্রধান উপদেষ্টা পঙ্কজ কান্তি আইচ বলেন, সমাজের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই নিজেদের সাধ্যমতো অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ সময় তিস্তা চরঞ্চলের মানুষ বলেন, হামাক গুলাক কাইয়্যো কম্বল দেয় না বাহে,হামরা জারোত বাঁচিনা,এই কম্বল কোনা পায়া হামরা খুব খুশি। হামরা নদী পাড়ের মানুষ খুবেই অভাবী,কোনটে টাকা পাই,কি দিয়া কম্বল কিনি,কি দিয়া জার কাটাই,এই জারোত হামরা তোমার কম্বল কোনা পায়া খুবে খুশি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন,’থিয়েটার ফর ডেভেলপমেন্ট গ্রুপ’ এর প্রধান উপদেষ্টা ও নাট্যকর্মী পঙ্কজ কান্তি আইচ,এনটিভি রিয়েলিটি শো কমেডিয়ান রিপন খান অভি,বগুড়া ও রাজশাহী সেনানিবাসের নৃত্য প্রশিক্ষক মোহন রায়, দৈনিক আমার সময় প্রতিনিধি মোজাহিদুল ইসলাম,দৈনিক জনবানী প্রতিনিধি আনিসুর রহমান,ইনফো বাংলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ,গাজী মিয়া,মিল্টন সরকার,শরিফ,নুর আলম,তপন,আতিক,এমকে রাজ,আনসার কমান্ডার আতিক হোসেন প্রমুখ।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com